বাংলা৭১নিউজ, ডেস্ক: কদিন আগেই গরমের ছুটিতে এক স্থানীয় সিফুড রেস্তোরাঁয় কাজ করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশাকে। প্রেসিডেন্টের মেয়ে কি না কাজ করছে সামান্য একটা রেস্তোরাঁর ওয়েটার হিসেবে?
তাও আবার যে মেয়ে কদিন পরেই বিশ্বসেরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। কি চমৎকার লালন পালন সন্তানের! এই না হলে বাবা মা? সারা দুনিয়া শুদ্ধ লোকের বাহবা কুড়িয়েছেন তখন গর্বিত ওবামা দম্পতি।
কিন্তু সপ্তাহ যেতে না যেতেই বড় মেয়ের কীর্তিতে মাথা কাটা যাওয়ার দশা ওবামা দম্পতির। শিকাগোর লোলাপালুজা ফেস্টিভালে বারাক ওবামার বড় মেয়ে মালিয়াকে গাঁজা টানতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা।
নয় সেকেন্ডের ভিডিও ক্লিপও নাকি আছে সে কাণ্ডের। আর তাতেই নাক কাটা যাচ্ছে প্রেসিডেন্ট দম্পতির।
তবে সমস্যাটা কেবল মান সম্মান হারানোর চেয়েও একটু বড়। জুলাইতে ডেমোক্রাটদের যে বিশাল কনভেনশন হলো, যেখানে হিলারি ক্লিনটন তার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঐতিহাসিক ঘোষণা দিলেন, সেদিন নাকি সেখানে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন না মালিহা ওবামা।
বরং ঐ সময়টাকেই বন্ধুদের নিয়ে লোলাপালুজার সেই উৎসবে গিয়ে গাঁজা ফুঁকছিল ওবামা কন্যা। যদিও ইলেনয় রাজ্যের আইনে সেটা আর কোন অপরাধ নয়, কিন্তু প্রেসিডেন্টের মেয়ে বলে কথা।
ভাষণ বক্তৃতা একটু যদি ভালো নাও লাগে, তাই বলে বাপের দলের সবচেয়ে বড় সমাবেশের দিন সব বাদ দিয়ে একেবারে গাঁজার আড্ডায়?
সূত্র: টেলিগ্রাফ
বাংলা৭১নিউজ/সিএইস