বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন গান গাইতে জানে। এছাড়া মন্ত্র পাঠ করতেও পারে সে। মেয়ের সঙ্গে নানা সময়ের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি। এবার মেয়ের গাওয়া ভজন শেয়ার করলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া।নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আরাধ্যার ভিডিও শেয়ার করেন তিনি।অই ভিডিওতে দেখা যায়, ‘জয় সিয়া রাম’ নামের একটি ভজন গাইছে ছোট্ট আরাধ্যা। ক্যাপশনে মা ঐশ্বরিয়া লিখেছেন- ‘দিওয়ালি স্পেশাল।’দিওয়ালি উৎসবে এ ভজনটি গেয়েছে আরাধ্যা বচ্চন।