নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় সংসদের সদস্য মাশরাফি বিন মর্তুজা। গতকাল শনিবার ফেসবুকে এ বিষয়ে লেখা পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে মসজিদের ইমামসহ হিন্দু পুরোহিতদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্প্রতি লোহাগড়ার এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।
এ ঘটনায় শুক্রবার একদল মানুষ উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোস্টে মাশরাফি লেখেন, ‘আমাদের এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে। ’
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে এক নিমেষে ম্লান করে দেবেন না। ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না। ’
পোস্টে মসজিদের সম্মানিত ইমামদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আমি অনুরোধ করব, এই দুঃসময়ে আপনারা নিজ নিজ এলাকার মুসল্লিদের শান্তির ধর্ম ইসলামের বাণী বেশি বেশি শোনান। শান্তিপ্রিয় মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের কাহিনি শোনান। নবীজির জীবনের আদর্শ, তাঁর মূল্যবান বাণী শোনান। ’
সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী তরুণ প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিন। ’
ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে মাশরাফি আরো বলেন, ‘আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিচার হবে। ’
মাশরাফি স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘অভিযোগ যদি সত্যিও হয়, একজনের জন্য গোটা সমাজের নিরপরাধ মানুষদের ওপর অন্যায় করার কোনো অধিকার কারো নেই। কেউ সত্যি অপরাধ করলে তার বিচার আদালত করবেন, তবে আমি, আপনি এ জন্য কাউকে কোনো শাস্তি দিতে পারি না। ’
বাংলা৭১নিউজ/এসএইচ