বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এতে প্রধান ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, ছত্রাজিতপুর আলাবক্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর ররহমান, উপজেলা জাসদের সভাপতি (আম্বিয়া প্রধান) আজিজুর রহমান আজিজ, উপজেলা সমাজসেসবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি বেগমসহ অন্যরা। সভায় বক্তারা- ঐতিহাসিক মুজিব নগর দিবসের উপর গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস