বাংলা৭১নিউজ, সিলেট প্রতিনিধি: সিলেটে আয়োজিত জনসভায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ স্বৈরতন্ত্রের প্রজা হয়ে থাকতে চায় না, দেশের মালিক তাদের মালিকানা ফিরে পেতে চায়। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয় অনিবার্য। বিকালে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. কামাল। তিনি তার বক্তব্যে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি উল্লেখ করে তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দেয়ার আহবান জানান। জনসভা সফল করায় সিলেটের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণ এই দেশের মালিক।
মালিকানা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই মালিকানা উদ্ধারে জনগণের ঐক্য অপরিহার্য।
সত্যিকার অর্থে নির্বাচন না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। সত্যিকার নির্বাচনের লক্ষ্যে আমরা সাত দফা দিয়েছি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করবো। এর আগে সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্নভাবে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো। সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, সিলেট শহরের কোন রাস্তায় জায়গা নেই। এই সমাবেশে আসতে কর্মীদের বাধা দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে। সরকারকে হুশিয়ার করে দিচ্ছি আর একটি কর্মীর গায়ে হাত দিলে সারা দেশে মানুষ রাস্তায় নামবে। এ লড়াই ভোটের লড়াই। এ লড়াইয়ে জিততে হবে।
জনসভায় ঐক্যফ্রন্ট, ২০ দলের বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য রাখেন। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস