বাংলা৭১নিউজ, ভোলায়প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার মানুষের ভাগ্য নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। আমার দৃঢ় বিশ্বাস, এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
শুক্রবার বিকালে ভোলায় পৌর এলাকার নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এবার ভোলা-১ আসনে বিএনপির দুজন প্রার্থী দাঁড়িয়েছেন। যিনি শেষ পর্যন্ত থাকবেন, আমরা তাদের নিয়ে সংঘাতমুক্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ হবে।
তোফায়েল বলেন, বিএনপি তাদের আমলে যে অত্যাচার নির্যাতন করেছে, তা থেকে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদও ভোলায় এসে রেহাই পাননি। অথচ গত ১০ বছর আওয়ামী লীগের ক্ষমতার আমলে বিএনপির কোনো নেতাকর্মীর ওপর কোনো ধরনের হামলা হয়নি। কেউ হয়রানির শিকার হননি।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ভোলা হবে সত্যিকারের বাংলাদেশের সিঙ্গাপুর। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস