বাংলা৭১নিউজ,(রাঙামাটি)প্রতিনিধি: এই কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ! রাতের আঁধারে গাছের কলা কেটে ফেলে রেখেছে একদল দুর্বৃত্ত। উপজেলার আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া এলাকার ঠাকুরছড়ায় এই ঘটনা ঘটে। কলা চাষি মাসুম বিল্লাহর কলা বাগানে বুধবার রাতে একদল দুর্বৃত্ত এই ঘটনা ঘটায় বলে জানা যায়।
মাসুম বিল্লাহ জানান, ছয় মাস আগে স্থানীয় এক পাহাড়ি বাসিন্দার থেকে জমিটি লিজ নিয়ে কলা বাগান করেন। দুই হাজার গাছের এই বাগানে বর্তমানে প্রায় দেড় হাজার গাছেই ফলন এসেছে। পাশাপাশি তরমুজ ও নেপিয়ার ঘাসের আবাদও করেছেন তিনি। বুধবার রাতে একদল দুর্বৃত্ত বাগানে ঢুকে ধারাল দা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়শ গাছের কলা কেটে ফেলেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে প্রতিবেশী কারো সঙ্গেই তার কোনো ধরনের বিরোধ নাই বলে জানান মাসুম বিল্লাহ।
বাংলা৭১নিউজ/এমএস