স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, দুটি মামলায় গ্রেফতার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন।
তিনি আরো বলেন, এ্যানি জামিন নেননি। তাই, তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। তাকে নির্যাতন করা হয়নি। কিন্তু তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। (গ্রেফতারের সময়) তার বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি। আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যা বলেছেন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
ওয়ারেন্টভুক্ত আসামিদের জামিন নিতে আদালতে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এ্যানি জামিন নেননি। তিনি আদালতে যা বলেছেন তা মিথ্যা। কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ নির্যাতন করেনি তাকে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রমাণ পাইনি। এ্যানি এখনো সাদা পোশাকে আছেন, যেটি তিনি পরেছিলেন।
এ্যানির দরজা ভাঙার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সব সময় কাজ করে।
তিনি আরো বলেন, আমরা সবসময় বলি যে- যারা কোনো মামলার আসামি তারা আদালতে গিয়ে জামিন নেয়। কিন্তু এ্যানি জামিন না নেয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। এটা পুলিশের দায়িত্ব।
কামাল আরো বলেন, পুলিশ এ্যানির স্বজনদের দরজা খুলতে অনুরোধ করলেও তারা পুলিশের ডাকে কোনো সাড়া না দিলে পরে পুলিশ দরজায় টোকা দেয়।
গত ১০ অক্টোবর পুলিশ এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পরে নাশকতার মামলায় আদালতে হাজির করে। মামলার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাংলা৭১নিউজ/এসএকে