বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে নাটোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে একটি এ্যাডভোকেসি সভা ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের নীচাবাজার এলাকার মেটারনিটি হাসপাতালে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা জেসমিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন নাটোর পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ এস,এম জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ মনিরুজ্জামান ভুঞাঁ, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মাজেদুল ইসলাম, বিএভিএস ম্যানেজার ডাঃ হাজেরা খাতুন, সাংবাদিক আখলাক হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা আলোচনা অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন।
বাংলা৭১নিউজ/জেএস