সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা

এস এম হলে ঢুকে ছাত্রকে রড দিয়ে পিটিয়ে জখম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ১৩৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের এক ছাত্রকে পিটিয়ে মাথায় মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহত পলাশ হোসেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পালি ও বুদ্ধিষ্ট বিভাগের শিক্ষার্থী।

গত রাতে আনুমানিক তিনটায় এস এম হলের পাশের জহুরুল হক হলের একদল শিক্ষার্থী এস এম হলে ঢুকে এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত তিন টার দিকে পলাশকে রড দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এ সময় পাশে তার বন্ধুরা থাকলেও কেউ ভয়ে এগিয়ে আসেনি। এক পর্যায়ে রডের আঘাতে পলাশের মাথা মারাত্নকভাবে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয় পলাশের। এ সময় হামলাকারীরা সটকে পড়ে। পরে পলাশকে হলের কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘যদিও প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তারপরও সে (পলাশ) এখন আশঙ্কামুক্ত।’

কয়েকজন ছাত্র জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে জহুরুল হক হলের দুই নং গেইটে বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থীর সাথে নৃত্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরিদের বাকবিতণ্ডা হয়। এ সময় মহসিন হলে ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক তুষার তর্কে জড়িয়ে পড়েন। তুষারের সাথে সেখানে উপস্থিত ছিলেন পলাশও। পরে তুষার ও পলাশকে খুঁজতে থাকেন ফরিদ। তাদের কোথাও না পেয়ে তারা দুটি রিকশায় করে ফরিদের নেতৃত্বে চার জন এস এম হলে ঢুকে এবং তাদের দেখে তুষার পালিয়ে যান। পরবর্তীতে তারা তুষারকে না পেয়ে পলাশকে পিটিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে।

এই ব্যাপারে ফরিদকে একাধিকবার ফোনে চেষ্টা করা সত্ত্বে পাওয়া যায়নি।

ফরিদ জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদারের অনুসারী বলে জানিয়েছেন ওই হলের শিক্ষার্থীরা। তবে আসিফ বলেন, ‘ফরিদ আমার গ্রুপের ছেলে না। তবে মারামারির বিষয়টি এস এম হলের সভাপতি আমাকে জানিয়েছেন। এই বিষয়ে আমরা প্রাধ্যক্ষকে জানাব তারপর তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। ’

এস এম হল ছাত্রলীগের সভাপতি তাহাসান আহমেদ রাসেল বলেন, ‘আমি এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই। ইতোমধ্য এই বিষয়ে কেন্দ্রীয় নেতা ও হল প্রাধ্যক্ষকে অবগত করেছি। তারা সবাই একসাথে বসে এই হামলার একটা সুরাহা করবেন বলে আমি আশা করি ।

তাহসান বলেন, ‘আমরা যারা ছাত্রলীগের রাজনীতি করি তারা কখনো মারামারি, হানাহানিতে বিশ্বাস করি না। তারপরও কেন এত হানাহানি? হামলাকারী যেই হোক না কেন আমি তার অবিলম্বে বিচার দাবি করি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com