বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট

এসিল্যান্ড শুন্য তিতাসের ভূমি অফিস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা ভূমি অফিস গত এক বছর ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) শূন্য রয়েছে। ফলে ভূমি দপ্তরটিতে অফিসিয়াল কাজকর্মের গতি হারাচ্ছে অপরদিকে জমি-জমা নিয়ে এলাকার সর্বত্র বিরোধ আশংজনকভাবে বেড়ে গেছে।

বর্তমান ইউএনও মোহাম্মদ আলমগীর হোসেন তিতাতে যোগদান করার পর থেকে প্রতিটি দপ্তরে আগের তুলনায় অনিয়ম ও দুর্নীতি কমে যায়  এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ফিরে আসে কর্মচাঞ্চল্য। কিন্তু এখানকার ইউনিয়ন ভূমি অফিসের অনিয়ম এতটুকুন কমেনি।

এসব অনিয়মের জন্য ভূক্তভোগিরা সংশ্লীষ্ট ইউনিয়ন ভূমি অফিস কর্তা তহসিলদারকে দায়ি করে বলেছেন, তিনি ইচ্চা করেই জমি-জমার বিরোধ লঅগিয়ে রাখছেন। এসিল্যান্ড না থাকার কারণে ইউনিয়ন ভূমি অফিসগুলো যেন দুর্নীতির আকড়ায় পরিনত হয়েছে। দালালদের উৎপাত বেড়ে গেছে তহসিলদার অফিসগুলোতে।

জানা গেছে, এসব দালাল তহসিলদারের নিয়োগকৃত। এলাকাবসী ও ভূক্তভোগিদের অভিযোগ তহসিলদাররা জমি সংক্রান্ত একটু বিরোধের গন্ধ পেলেই এই বিরোধকে আরো জটিল করে তুলছে ওই দালালদের মাধ্যমে। সুযোগে দালালদের মাধ্যমেই সংশ্লিষ্ট তহসিলদাররা উভর পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অনেকে অভিযোগ করেছেন। তহসিলদারদের বেপরোয়া এসব ঘুষ বানিজ্যের কারণে জমির বিরোধ নিয়ে পক্ষে-বিপক্ষে সংঘর্ষও বাধছে। এতে করে তহসিলদারদের অর্থ টানতে আরো সুযোগ সৃষ্টি হচ্ছে।

সবচেয়ে বেশি অনিয়ম ও দূর্নীতি চলছে মজিদপুর ইউনিয়ন ভূমি অফিসে। এখানে দালাল ছাড়া কোন কাজ হয় না। সংশ্লীষ্ট অফিস সূত্রে জানা যায়, এসিল্যান্ড  মোহাম্মদ তৌদিুল ইসলাম গত বছরের ৮জুন তিতাস থেকে অন্যত্র বদলি হয়ে যান। বছর পার হয়ে গেলেও এখানে এসিল্যান্ড পদটি শূন্য থেকে যায়।

বর্তমান ইউএনও ( তিতাস উপজেলা  নির্বাহী কর্মকর্তা) মোহাম্মদ আলমগীর হোসেন গত বছরের ১২ সেপ্টম্বর তিতাতে যোগদান করার পর এখানকার প্রতিটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসে। বিগত দিনগুলোর তুলনায় অনিয়ম অনেকাংশ কমে যায়। দক্ষ ও করিৎকর্মা বর্তমান ইউএনও আলমগীর হোসেনের নিখুত কর্ম পরিকল্পনার ফলে তিতাসে দুর্নীতি নাই বললেই চলে।

তিনি বর্তমানে এসিল্যান্ড পদেরও দায়িত্বও পালন করছেন। দুর্নীতিবাজ কতিপয় তহসিলদারদের ও ইউনিয়ন ভুমি অফিসের প্রতি তদারকি করার জন্য এলাকাবাসী ইউএনও’র প্রতি জোর  দাবি জানিয়েছেন।

এলাকবাসী মনে করছেন, সুযোগ্য ইউএনও স্যার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে একটু সু-নজর দিলে হয়ত এখানকার অন্যান্য দপ্তরগুলোর মত এখানেও সচ্ছতা ফিরে আসবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com