বাংলা৭১নিউজ,ঢাকা: শনিবার থেকে সারাদেশে ৮টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ঠেকাতে বেশ কয়েকটি সেটের প্রশ্নের সবগুলোই পরীক্ষার হলে পাঠানো হবে। সেখান থেকে পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট পূর্বে এসএমএস’র মাধ্যমে কেন্দ্র সংশ্লিষ্টদের কাছে নির্ধারিত সেট কোড পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমন্ত্রী।
বৃহস্পতিবার সচিবালয়ে পরীক্ষা পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড কেন্দ্র সংশ্লিষ্টদের ২৫ মিনিট আগে এসএমএস’র মাধ্যমে জানিয়েছে দেয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিবও ছবি তোলা যায় এমন মোবাইল ব্যবহার করতে পারবেন না।
এছাড়া প্রশ্নপত্র ঠেকাতে এক মাসের জন্য কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল রয়েছে। কোন কোচিং খোলা থাকলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এবার পরীক্ষায় ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৬৮২টি প্রতিষ্ঠানের ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২। এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। বেড়েছে কেন্দ্র এবং প্রতিষ্ঠানও যথাক্রমে ১৩১ ও ৮৫টি।
বাংলা৭১নিউজ/এসই