বাংলা৭১নিউজ,ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এশিয়ার সবচেয়ে বড় তেল এবং গ্যাসের মজুদ করাচির উপকূলে শিগগিরই পাওয়া যেতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আগামী তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক খবর পাকিস্তানবাসীরা শুনতে পারে বলেও জানান তিনি। তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতার সফলতার জন্য পাকিস্তানবাসীদের দোয়া করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তেল-গ্যাস পাওয়া গেলে পাকিস্তানিদের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটবে।
এ সময় ভারতের সঙ্গে চলমান টানাপড়েন নিয়েও কথা বলেন ইমরান খান। তিনি আশংকা ব্যক্ত করে বলেন, আগামী মাসে ভারতের সাধারণ নির্বাচন হওয়ার আগে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে পারে ভারত। সতর্ক অবস্থা শিথিল করা চলবে না উল্লেখ করে তিনি আরো বলেন, পাকিস্তানকে আরো সতর্ক থাকতে হবে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:পার্সটুডে