চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করা হবে আজ। সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনেই কমানো হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। গত ১ জুন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭৪ টাকা। যা আগের মাস মে-তে ছিল এক হাজার ২৩৫ টাকা। এ হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমে ১৬১ টাকা।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমে মে মাসে। একইভাবে কমে অটোগ্যাসের দামও। নির্ধারিত দাম ১ জুন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।
বাংলাদেশের এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করেন। ফলে সৌদি সিপির দামের ওপর নির্ভর করে বাংলাদেশে এলপিজির দাম বাড়ে বা কমে।
বাংলা৭১নিউজ/এসএস