বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা

এলডিসি পরবর্তী বাংলাদেশের ভরসা মুক্তবাণিজ্য চুক্তি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

এলডিসি পরবর্তী উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্য সম্প্রসারণে মুক্তবাণিজ্য চুক্তি-এফটিএ’ বাস্তবায়নে স্থানীয় বাজারের শিল্পগুলোকে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

বাণিজ্য সংশ্লিষ্ট সবরকম সেবাকে একটি প্লাটফরমে আনতে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর’ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি শিল্পখাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দেন আলোচকরা।    

২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে। সেসময় বিশ্বের বিভিন্ন বাজারে পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা উঠে যাবে। বর্তমানে মোট পোশাক রপ্তানির ৭৫ শতাংশ এ সুবিধা পাচ্ছে। বলা হচ্ছে, উন্নয়নশীল দেশে উন্নীত হলে বাড়তি শুল্কের কারণে ১০ শতাংশের মত খরচ বাড়বে রপ্তানিকারকদের।  এ অবস্থায় বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি এফটিএ’র ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, এফটিএ এমন একটি ব্যবস্থা যেখানে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলে আমাদের পণ্য রপ্তানিতে যেমন শুল্ক সুবিধা পাব; তেমনি তাদেরকেও আমাদের বাজারে শুল্ক সুবিধা দিতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে স্থানীয় শিল্প সুরক্ষার নামে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপ করে রাখা যাবে না। তাই এ অবস্থায় আমি বলবো, স্থানীয় বাজারে পণ্য সরবরাহকারী শিল্পগুলোকেও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। রপ্তানিকারকরা এখন বিশ্ববাজারে প্রতিযোগিতা করছে, তাই স্থানীয় বাজারের শিল্পকেও পারতে হবে। এজন্য, ব্যবসায়ীদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। 

এসময়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জমান বলেন, এলডিসি পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কাজ দ্রুত শেষ করতে হবে। এতে করে আমদানি-রপ্তানিতে শুল্কায়নসহ ছাড়পত্র পাওয়া সহজ ও দ্রুত হবে।   

সহজে ব্যবসা সূচকে উন্নতি করতে ব্যবসায়ীরা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অনলাইন সেবা সম্পর্কে প্রচারণার গুরুত্ব তুলে ধরেন ব্যবসায়ীদের সংগঠন এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর। তার মতে বর্তমানে অনেক সেবা সহজ হলেও উদ্যোক্তারা না জানায় ইজ অব ডুয়িং বিজনেসের জরিপে সঠিক তথ্য দিতে পারছে না।  

শিল্পখাতে জাতীয় গ্রিডের বিদ্যুত ব্যবহারের তাগিদ দিয়ে বিদ্যুত ও জ্বালানি’র অতিরিক্ত সচিব রহমতুল্লাহ মো. দস্তগীর বলেন, জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনসহ উৎপাদন দক্ষতা আগের তুলনায় বেড়েছে। তাই গ্যাস জেনারেটরে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতের পরিবর্তে শিল্পগুলো যদি জাতীয় গ্রিডের বিদ্যুত নেয়, তাহলে দাম আরও কমানো সম্ভব।   

বর্তমানে বিডার ওয়ান স্টপ সার্ভিস-ওএসএস ৮ সংস্থার ৩৫টি সেবা দিচ্ছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রক কার্যালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আরও ৬ সেবা যুক্ত হলো।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com