বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ৪০ লাখ টাকা ব্যয়ে দুটি আইসিইউ বেড এবং ৪টি ভেন্টিলেটর স্থাপনের কাজ গতকাল শুরু হয়েছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই কাজের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ব্যক্তিগত তহবিল থেকে ৪০ লাখ টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন।
এলজিআরডিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুচিকিৎসায় আলাদা ওয়ার্ড প্রস্তুত ও দুটি আইসিইউ বেড স্থাপনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রোগীদের সর্বোচ্চ মানবিক সেবা দিতে আমরা বদ্ধপরিকর।
বাংলা৭১নিউজ/জেআই