বাংলা৭১নিউজ, ঢাকা: তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য চীন থেকে দুটি জাহাজ কিনবে সরকার। এ জন্য বাংলাদেশ শিপিং করপোরেশন ও চীনের জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মেরিন অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (এইচবি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
মঙ্গলবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর এম হাবিবুর রহমান ভুঁইয়া। চীনা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাধারণ ব্যবস্থাপক (জিএম) ইয়ান জুন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, প্রতিটি এলএনজি ক্যরিয়ার ভ্যাসেলের ধারণ ক্ষমতা ৪০ হাজার কিউবিক মিটার। চট্টগ্রামে কুতুবদিয়া দ্বীপে এলএনজি টার্মিনালে ওই জাহাজ দুটি ব্যবহার করা হবে। ১৮ মাসের মধ্যে বাংলাদেশকে জাহাজ দুটি সরবরাহ করবে চীন।
বাংলা৭১নিউজ/এসএস