বাংলা৭১নিউজ, ডেস্ক: এলইডি স্ট্রিট লাইট এবং বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ব্যবহৃত লাইট থেকে নির্গত নীল আলো থেকে ক্যানসার এবং প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা বাড়তে পারে, এমনই এক চাঞ্চল্যকর তথ্য এক গবেষণা থেকে উঠে এসেছে বলে জানা গিয়েছে৷
বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ এবং ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সটরের গবেষক জানিয়েছেন, বড় বড় শহরে রাতের বেলায় যারা এই নীল আলোর কাছাকাছি দীর্ঘক্ষণ থাকে তাদের প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি ১.৫ শতাংশ বেড়ে যায়৷ শরীরে হরমোনের ওপর প্রভাব পড়ে৷ এছাড়া স্তন ক্যানসারের আশঙ্কাও করা হচ্ছে৷ প্রসঙ্গত, স্তন ক্যানসার এবং প্রোস্টেট ক্যানসার, দুটোই হরমোনের সঙ্গে যুক্ত৷
এই সংক্রান্ত তথ্য এবং এই গবেষণা এনভায়রনমেন্টল হেলথ্ পার্সপেক্টিভে প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে৷ ইউনিভার্সিটি অব এক্সটরের আলজানদ্রো সানচেজ-এর দে মিগুল জানান, নীল রশ্মির জন্যই মূলত এই শারীরিক ক্ষতি হচ্ছে৷ আর এবার স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে কতটা ক্ষতি হচ্ছে সকলের সেই বিষয়ে কাজেরও চিন্তা-ভাবনা চলছে৷
বাংলা৭১নিউজ/জেড এইচ