যুক্তরাজ্যের সম্মানসূচক এমবিই (মেম্বার অব দ্যা মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) উপাধিতে ভূষিত হয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
এমবিই উপাধিতে ভূষিত হওয়ায় শাহীন আনামকে অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশন বলছে, বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সমতা নিয়ে যুক্তরাজ্য ২০ বছরেরও বেশি সময় ধরে মানুষের জন্য ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে আসছে। বাংলাদেশে এই অভিন্ন লক্ষ্যগুলো প্রচারে অবদানের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএকে