সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী (পিএস) মীর আরিফুল ইসলাম উজ্জলের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উজ্জল এমপির পিএসের পাশাপাশি উল্লাপাড়া আওয়ামী যুবলীগের আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।
১৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হক স্বাক্ষরিত এক পত্রে দেশের ৫৯টি ব্যাংকের শাখা প্রধানদের কাছে এ পত্র দেওয়া হয়েছে। ওই পত্রে মীর আরিফুল ইসলাম উজ্জলের স্ত্রী মোরশেদা মরিয়ম, ছেলে মীর নাবিদ উল ইসলাম ও মেয়ে আদিবা ইসলামের হিসাবও চাওয়া হয়।
ওই পত্রে মীর আরিফুল ইসলাম উজ্জলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জণের অভিযোগের কথা উল্লেখ রয়েছে।
ব্যাংকগুলোর কাছে এমপির পিএস উজ্জলের অভিযোগগুলো অনুসন্ধানের স্বার্থে এবং তার ও পরিবারের তিন সদস্যের নামে কোনো হিসাব, ঋণ, এফডিআর, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড রয়েছে কিনা তা জানতে চেয়ে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হক বলেন, এমপি তানভীর ইমামের পিএস মীর আরিফুল ইসলাম উজ্জলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের স্বার্থে তার ও পরিবারের তিন সদস্যের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে পিএস মীর আরিফুল ইসলাম উজ্জলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয় সম্পর্কে তিনি অবগত নন।
বাংলা৭১নিউজ/এসএইচ