বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মরদেহ ঢাকা থেকে নিজ এলাকা রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে নেয়া হচ্ছে। সোমবার (২৭ জুলাই) বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। হেলিকপক্টারযোগে তার মরদেহ নওগাঁয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
সংসদ সদস্য ইসরাফিল আলমের খালাতো ভাই ইয়াসিন আলী বলেন, আসরের নামাজের পর জানাযা শেষে গ্রামের বাড়ি গোনাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হেলিকপক্টারযোগে মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এর আগে সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য ইসরাফিল আলম। গত ১৭ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ১৯৬৬ সালে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন ইসরাফিল আলম। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। সেই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য তিনি।
বাংলা৭১নিউজ/এমএস