বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত পৌর শহরের মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটারের স্বত্বাধিকারী ফয়সাল আহমেদ(২৪) নামের এক যুবক ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেহেলী লায়লা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কম্পিটারে স্কান করে এমপি’র ডিও লেটার জ্বাল করে আসছিলো এঅভিযোগ ছিলো হাইটেক কম্পিউটারের স্বত্বাধিকারীর বিরুদ্ধে। এসময় কম্পিউটার অনুসন্ধানে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমানের জ্বাল ডিও লেটার পাওয়া যায়।
আদালত সুত্রে জানাগেছে এসময় হাই টেক কম্পিউটার দোকানে থাকা কম্পিউটার, মাউস সিপিউসহ বেশ কিছু যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ফয়সাল শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আঃ সামাদের পুত্র।
বাংলা৭১নিউজ/জেএস