বাংলা৭১নিউজ, ঢাকা: এমপিওভুক্ত স্কুল-কলেজের ৫ লাখ শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সা. প্রশা.) মো. শফিকুল ইসলাম সিদ্দিকি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত এ টাকা সংশ্লিষ্ট শাখা থেকে শিক্ষকরা উত্তোলন করতে পারবেন।
বেতনের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এমপিওর টাকা হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এন