সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লাইফ ওয়ে প্রাইভেট লিমিটেড নামে একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির মালিক মো. মুকুল গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুকুল গাজী দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে ৬০ লাখ ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। সম্পদের তথ্য গোপনসহ মোট ৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৬৮৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়।
সূত্র আরও জানায়, মো. মুকুল গাজী দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় ৬০ লাখ ৩৮১ টাকার সম্পদের তথ্য গোপনের সত্যতা পাওয়া গেছে। এছাড়া স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬১৯ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম