এবি ব্যাংক লিমিটেড এবং শীর্ষ সফ্টওয়্যার রপ্তানিকারক কম্পানি থেরাপ বিডির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এবি ব্যাংকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিতে এবি ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিংয়ের আওতায় থেরাপ বিডির কর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এবি ব্যাংক লিমিটেডের এমপ্লয়ি ব্যাংকিংয়ের প্রধান নাজিয়া বরকত এবং থেরাপ বিডির মানব সম্পদ বিভাগের পরিচালক মেজর জেনারেল (অব.) এম শামীম চৌধুরী তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সারো/হো