চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল এবি ব্যাংক ৩১তম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। এবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে দুই শতাধিক গলফার অংশ নেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এবং প্রেসিডেন্ট, ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফিরোজ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও কে এম মহিউদ্দিন আহমেদ এবং হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) এসকে মুহাম্মদ ইউসুফ রেজা। এ সময় এবি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ