পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসি’র বন্ড ইস্যু করার আবেদন বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে, ব্যাংক কর্তৃপক্ষ বন্ড ইস্যু করার আবেদন পুনর্বিবেচনার জন্য বিএসইসিতে জমা দিয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বরে ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ডস-ভি’ নামে নতুন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ। রিডিমেবল, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেটের বন্ডটির মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়।
এবি ব্যাংক পিএলসি’র বন্ড ইস্যু করার আবেদন বাতিলের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৭৯৫তম পরিচালনা পর্ষদ সভায় উল্লিখিত বিষয়টি পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ