সম্প্রতি এবি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে মহিলা এমপ্লইদের নিয়ে “এবি উইমেন্স সোশ্যাল” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল কর্ম এবং ব্যক্তি জীবনে ভারসাম্য, নারী নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়ন।
অনুষ্ঠানে বক্তা হিসেবে মিসেস অর্নিতা আফজাল, মিসেস মমতাজ হুসাইন এবং ডা. খাইরুন নেসা (বিথী) অংশগ্রহনকারীদের সাথে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সর