বাংলা৭১নিউজ ডেস্ক: ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী চলতি বছর ২০১৭ সালে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে ব্যালটি ১০ হাজার এবং নন-ব্যালটি ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন।
মঙ্গলবার জাতীয় সংসদ প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।
ব্যালটি ১০ হাজারের মধ্যে ৫ হাজার ২০০ জনকে নন-ব্যালটি হিসেবে স্থানান্তরের জন্য সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস