বাংলা৭১নিউজ,ঢাকা: ফেসবুকের পর এবার আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বাংলাদেশিদের ১৫টি একাউন্ট বন্ধ করেছে। প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে টুইটার বলছে, দেখে মনে হচ্ছে এর মধ্যে বেশ কিছু একাউন্টে রাষ্ট্র-মদতপুষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকতে পারে। টুইটার সেফটি থেকে টুইটে এসব কথা বলা হয়েছে।
তারা টুইটে বলেছে, এ খাতের সঙ্গে যুক্ত আমাদের সমকক্ষীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে কাজ করছি আমরা। তাতে অল্প সংখ্যক একাউন্ট শনাক্ত করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। এসব একাউন্ট বাংলাদেশ থেকে সুসংগঠিত জালিয়াতির প্লাটফরম হিসেবে (কোঅর্ডিনেটেড প্লাটফরম ম্যানিপুলেশন) সৃষ্টি করা হয়েছে ।
টুইট সেফটি আরেক টুইটে বলেছে, আমাদের তদন্ত এখনও চলমান। আমাদের আইন প্রয়োগের বিষয়টি সম্প্রসারিত হতে পারে।
এখন এ পর্যন্ত, আমরা মোট ১৫টি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ