বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামে বাংলাদেশি সেজে পাসপোর্ট করতে এসে ধরা পড়ল মো. ফয়সাল (১৯) নামে এক রোহিঙ্গা তরুণ।
বুধবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে আটক করে পুলিশ।
আটক রোহিঙ্গা তরুণ ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয়। ফয়সালের বাবার নাম সোনা মিয়া ও মা আনোয়ারা বেগম বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে থাকেন।
চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাইদ বলেন, আটক ফয়সাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লতিফপুর এলাকার বাসিন্দা পরিচয়ে পাসপোর্টের আবেদন করেছিল। তার কথাবার্তায় রোহিঙ্গা সন্দেহ হলে আমার কাছে নিয়ে আসেন পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সে নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছিল পুলিশ।
বাংলা৭১নিউজ/জেডএ