সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, চালকের গ্রেফতার দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২ চিকিৎসাধীন শিশু জিহাদকে মামার জিম্মায় দেওয়ার নির্দেশ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয় পবা-মোহনপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত সিটি টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিলো নগদ গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার কাজ করা উচিত: ফখরুল নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ জাল ও পোনাসহ ৫৪ জন আটক এনবিআর-কাস্টমসে হয়রানি, মন্ত্রিসভায় তুলবেন নানক ডোনাল্ড লুর সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গ তোলা হবে রাতে কুতুবদিয়া পৌঁছাবে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড পদ্মা সেতুর সমালোচকদের ভুল স্বীকার করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

এবার পারবে কি বাংলাদেশ?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ১১১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: ওয়ানডেতে ভারতের বিপক্ষে বেশ কয়েকটি সুখকর জয় রয়েছে বাংলাদেশের। কিন্তু টি-টোয়েন্টিতে ভারত এখনো অজেয় বাংলাদেশের কাছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যর্থতায় ১ রানে হার মেনেছিল টাইগাররা। সেটাই ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্মরণীয় লড়াই। এরপর গেল বৃহস্পতিবার নিদাহাস ট্রফিতে নিষ্প্রাণ ব্যাটিংয়ে ভারতের কাছে ৬ উইকেটে হার মেনেছে বাংলাদেশ।

আজ নিদাহাস ট্রফিতে আবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যা হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ছয় ম্যাচের একটিতেও না জিতলেও আজ বাংলাদেশের জয়ের পক্ষে বাজি ধরার লোক কম হবে না। কারণ, আগের ম্যাচে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া রেকর্ড ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ভারতের মুখোমুখি হবেন তামিম-মুশফিকরা।

অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানলেও পরের দুটি ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার পথে এগিয়ে রয়েছে। আজ বাংলাদেশের বিপক্ষে তারা জিতলে সবার আগে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করবে। আর বাংলাদেশ জিতলে ফাইনালে যাওয়ার দাবিদার হয়ে উঠবে।

আজকের ম্যাচে লড়াইটা হবে মূলত দুই দলের বোলারদের মধ্যে। যে দলের বোলাররা যত কম রান দেবে তাদের জয়ের সম্ভাবনা ততো বাড়বে। আগের ম্যাচে বাংলাদেশ দলের বোলাররা ২১৪ রান দিয়েছে। অবশ্য ব্যাটসম্যানরা সেই রান তাড়া করে রেকর্ড জয় ছিনিয়ে এনেছে। তবে ভারতের বোলাররা আগের তিন ম্যাচে ১৭৫ রানের বেশি হজম করেনি।

এদিকে অধিনায়ক রোহিত শর্মা সবশেষ ছয় ইনিংসে রান পাননি। শেষ ছয় টি-টোয়েন্টি ম্যাচে তার রান ২১, ০, ১১, ০, ১৭, ১১। রানের জন্য মুখিয়ে আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ভারতের অধিনায়ক জ্বলে উঠলে সেটা টাইগারদের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়াম ভারতের জন্য পয়মন্ত ভেন্যু। এখানে খেলা সবশেষ ১০ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে বাংলাদেশ এই ভেন্যুতে খেলা সবশেষ চার ম্যাচের ‍দুটিতে জিতেছে। হেরেছে দুটিতে।

আগের ম্যাচে জিতলেও বাংলাদেশের একাদশে আজ পরিবর্তন আসতে পারে। সাব্বির রহমান ও তাসকিন আহমেদ, তাদের যেকোনো একজন কিংবা উভয়জন আজ একাদশের বাইরে থাকতে পারেন। সেক্ষেত্রে একাদশে জায়গা পেতে পারেন আরিফুল হক ও আবু জায়েদ রাহী।

এদিকে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ভারত। রিশাপ পন্তের পরিবর্তে খেলেছিলেন লোকেশ রাহুল। আজ বাংলাদেশের বিপক্ষে তারা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠ নামতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিষ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চাহাল, সার্দুল ঠাকুর ও জয়দেভ উনাকাত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/আবু জায়েদ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com