বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

এবার ঘোষণার অতিরিক্ত চিপ পাথর আমদানি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ২১১ বার পড়া হয়েছে

মংলা বন্দরে এবার ঘোষণার অতিরিক্ত ২ হাজার ১৬৫ টন চিপ স্টোন বা গুঁড়া পাথর আটক করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি এই পাথর আটক করেছে। ঘোষণার অতিরিক্ত গুঁড়া পাথর আনার কারণে এখন সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার পুরানা পল্টনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিনা ইন্টারন্যাশনালের নামে পাথর ও চিপ বা গুঁড়া পাথর নিয়ে বিদেশি জাহাজ এমভি ফেহিয়া গত ২২ মার্চ মংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে। এরপর বন্দর কাস্টমস কর্তৃপক্ষ নিয়মানুযায়ী ৫ এপ্রিল পণ্য পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। এ সময়েই ঘোষণার অতিরিক্ত গুঁড়া পাথর আমদানির বিষয়টি ধরা পড়ে।
মংলা কাস্টমস হাউসের উপকমিশনার (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান ঘোষণাপত্রে ১৪ হাজার টন পাথর ও ৫ হাজার ৫৭৫ টন চিপ স্টোন আমদানির কথা উল্লেখ করেছিল। আমরা ৫ এপ্রিল তা পরীক্ষা করতে গিয়ে দেখি, ১৪ হাজার টন পাথরের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। কিন্তু চিপ স্টোনের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ে। ঘোষণায় ৫ হাজার ৫৭৫ টন চিপ স্টোন আমদানির তথ্য উল্লেখ থাকলেও আনা হয়েছে ৭ হাজার ৪৪০ টন। অর্থাৎ ঘোষণার চেয়ে ২ হাজার ১৬৫ মে. টন বেশি গুঁড়া পাথর আমদানি করা হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। এরপর ৭ এপ্রিল আমরা ওই চিপ স্টোন আটক করি।’
জাহাঙ্গীর আলম আরও জানান, আমদানিকারক রিনা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমদানিকারক প্রতিষ্ঠান রিনা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তপন কুমার পাল ঘোষণার অতিরিক্ত গুঁড়া পাথর আমদানির অভিযোগ অস্বীকার করেন। তিনি গত রোববার প্রথম আলোকে বলেন, ‘ঘোষণাপত্রে যে পরিমাণ চিপ স্টোনের কথা উল্লেখ রয়েছে, সেটাই আমদানি করা হয়েছে। এর চেয়ে বেশি আনা হয়নি।’
তবে আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট খুলনার ডাইনামিক ফ্রেইট সিস্টেমের স্বত্বাধিকারী জানে আলম অতিরিক্ত চিপ পাথর আমদানি হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের যে কাগজ সরবরাহ করেছিল, তার তথ্যের চেয়ে বেশি চিপ স্টোন পাওয়া গেছে।’
উল্লেখ্য, এর আগে ঘোষণাবহির্ভূত অতিরিক্ত সিসির মোটরসাইকেল আমদানি করায় বন্দর জেটি থেকে গত ২৯ মার্চ ৮০টি কোরীয় মোটরসাইকেল আটক করে মংলা কাস্টমস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com