এবার খিরার বাম্পার ফলন হয়েছে কুমিল্লার উত্তরাঞ্চলের দাউদকান্দি, মেঘনা, হোমনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। আবহাওয়া ছিলো খিরা চাষিদের অনুকূলে। তাই এ বছর খিরা চাষিদের মুখে হাসি ফোটেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর ১২শ’ ৩১ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। এর মধ্যে দাউদকান্দিতে খিরা চাষ হয়েছে প্রায় ৫শ’ হেক্টর জমিতে। এখানকার সবচেয় বেশি খিরা চাষ হয়েছে চেঙ্গাকান্দির মাঠে।
প্রতিমন খিরা পাইকারি বিক্রি হচ্ছে আটশ’ থেকে এক হাজার টাকায়। যা উৎপাদন খরচের চেয়ে তিনগুন বেশি। ফলে অন্যান্য চাষিরাও খিরা চাষে আগ্রহী হয়ে উঠেছে। আগামীতে খিরা চাষের পরিমান এ বছরের তুলনায় কয়েকগুন বেড়ে যাওয়া আশঙ্কা রয়েছে।
একবিঘা জমিতে খিরা চাষে ব্যয় হয় ২০ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা। আর প্রতি বিঘা জমি থেকে খিরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। দাউদকান্দির চেঙ্গাকান্দি গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ প্রান্তজুড়ে সবুজ সমারোহে খিরা গাছ বিছিয়ে আছে।
খিরার ভালো ফলনে চাষিরা খুসি। খিরা চাষে অনেক কৃষকের পরিবারে স্বচ্ছলতা এসেছে বলে কয়েকজন কৃষক জানান।
বাংলা৭১ নিউজ/এসএম