সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্লট দুর্নীতি শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববির বিরুদ্ধে মামলা লস অ্যাঞ্জেলেসের দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা, মৃত্যু বেড়ে ২৪ জমি চাষে বাংলাদেশিদের বাধা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক দুই হাজার কোটি টাকার সম্পদের বিষয়ে আদালতকে যা বললেন হেনরী বেনজীর এবং বড় মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ চুলা জ্বলছে না, শিল্পের অবস্থাও শোচনীয়: গ্যাস সঙ্কট আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ ৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা সেবার মান বৃদ্ধিতে করণীয় নির্ধারণে সভা ডেকেছে ডিএনসিসি সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে সিলেট অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে ২৫ লাখ ডলার আয় হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ বাহাত্তরের সংবিধান নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জবির প্রধান গেটে তালা চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

এবার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বলিউডে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ‘কুইন’ বলা হয়। সেই সঙ্গে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। কিন্তু তিন খান—বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কখনো কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। একাধিকবার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি। 

এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। 

যদিও সালমান খানের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব কঙ্গনার। কিন্তু তারপরও কোনো ছবিতে জুটি বাঁধেননি অভিনেত্রী। বহু ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছিল তার। এরপরও দুজনকে একপর্দায় দেখা যায়নি। এর কারণ অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

ভবিষ্যতে কি ‘ভালো বন্ধু’ সালমানের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখার কোনো সুযোগ আছে?— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সালমান আমার ভালো বন্ধু। একসঙ্গে কাজ করার বহু সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনোভাবেই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।

সালমান সম্পর্কে এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন— সালমানজির অসংখ্য অনুরাগী রয়েছেন। মানুষ ওকে কত ভালোবাসে। আমি মনে করি, দেশে ওর অনুরাগীই সবচেয়ে বেশি। যারা ওকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন। আর যারা অপছন্দ করেন, তাদের ওকে কখনই ভালো লাগবে না। ওকে যারা প্রতিযোগী মনে করেন, সালমান তাদের কাছে কাঁটা হবেনই।

এদিকে এর আগে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল— আগামী দিনে কি তার পরিচালনায় তিন খান— শাহরুখ, সালমান ও আমিরকে দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।

অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছে— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। অভিনেত্রী বলেন, আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com