বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা ভাইরাসের পরিস্থিতিতে এবার মুদ্রণ বন্ধ করল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি এক ঘোষণায় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পত্রিকা ছাপা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পত্রিকার অনলাইন চালু থাকবে।
মঙ্গলবার থেকে দ্য ইন্ডিপেন্ডেন্ট ছাপানো সাময়িকভাবে বন্ধ হবে বলে জানিয়েছেন সংবাদপত্রটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী। তিনি বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, তাই বুধবার থেকে আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সঙ্কট কেটে গেলে পরিস্থিতি বিবেচনা করে ইন্ডিপেন্ডেন্ট পুনরায় মুদ্রণ শুরু করবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গোটা দেশ লকডাউনের আওতায় চলে যাওয়া এবং সংবাদপত্র ছাপা ও সরবরাহে সঙ্কট তৈরি হওয়ায় ইতোমধ্যেই দৈনিক মানবজমিন, আলোকিত বাংলাদেশ ও দৈনিক জনতা তাদের প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়েছে। এই তিনটি পত্রিকা শুধুমাত্র তাদের অনলাইন কার্যক্রম চালু রাখার ঘোষনা দেয়। সর্বশেষ ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টও তাদের প্রিন্ট ভার্সন বন্ধ করে দিল।
বাংলা৭১নিউজ/এসএইচ