রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে ট্যাংক দেয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এর আগে একই ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও জার্মানি।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কানাডা সরকার জানিয়েছে, তারা ইউক্রেনকে চারটি লেপার্ড-২ ট্যাংক দেবে। খবর রয়টার্সের
এ বিষয়ে কানাডার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মিত্র ও অংশীদার দেশগুলোকে সঙ্গে নিয়ে ইউক্রেনকে এই অনুদান দিচ্ছে কানাডা। এই উদ্যোগ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরো জোরালো করতে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার দেশটির চাওয়া অত্যাধুনিক যুদ্ধবিমান। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভের উপদেষ্টা ইউরি সাক বলেছেন, মিত্রদের কাছে তারা চতুর্থ প্রজন্মের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চাইবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ