স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চতুর্থ বারের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়নি।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআর’র প্রথম টেস্টে স্বরাষ্টমন্ত্রী ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।
আইইডিসিআর’র পরীক্ষা পজিটিভ আসার পরদিন রবিবার (১৫ নভেম্বর) রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কোভিড পরীক্ষার ফল দু’জনেরই নেগেটিভ আসে। এর পরদিন সোমবার রাজধানীর ডি এম এফ আর মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিকস এ তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ ফল আসে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চতুর্থ দফায় আইইডিসিআর স্বরাষ্ট্রমন্ত্রীর নমুনা সংগ্রহ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব দুজনই সুস্থ আছেন। তাদের শরীরে কোভিড এর কোন লক্ষণ নেই।
বাংলা৭১নিউজ/এএম