শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ডে’ প্রথমবারের মতো বাংলাদেশের নারীদের অংশ নেয়ার আয়োজন শুরু হয়েছে। এ জন্য অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট যৌথভাবে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় বিজয়ী নারী সুযোগ পাবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার। একই সঙ্গে তাকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঘোষণা করা হবে।

এবারের ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ প্রতিযোগিতার আসর বসবে ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে।

আজ রাজধানীর একটি হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার নিবন্ধন পর্বের ঘোষণা দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে মনে করেন এটি কেবল শরীর দেখানোর প্রতিযোগিতা। নারীর শরীরকে কোনোভাবেই পণ্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়।’

এই প্রতিযোগিতা হওয়া উচিত নারীর মেধা, মনন ও নিজস্ব পোশাক প্রদর্শনের প্রতিযোগিতা- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী বাংলাদেশের পোশাক ও ঐতিহ্যকে প্রদর্শন করবে।’

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর পোশাক নিয়ে অনেক দিন বিতর্ক চলছিল। কেননা, প্রতিযোগিতায় অংশ নেয়া নারীরা স্বল্প বসনায় অংশ নিতেন। এই বিতর্কের অবসান ঘটাতে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি মিস ওয়ার্ল্ড আয়োজনকারী কর্তৃপক্ষ ঘোষণা দেয়, অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের পোশাক পরেই অংশ নিতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোর নারীদের প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রবণতা বেড়েছে।

ওমিকন এন্টারটেনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান জানান, নারীর সৌন্দর্যের পাশাপাশি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেধা, খেলাধুলা, সংগীত, নাচসহ বিভিন্ন সৃজনশীল বিষয় প্রাধান্য দেয়া হয়।

প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে ৩০ জনকে বাছাই করা হবে। তাদের নানা পর্যায়ের গ্রুমিং করে সেরা নির্বাচিত একজনকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে আজ (২৭ জুলাই)। ১৮ থেকে ২৭ বছর বয়সী যেকোনো নারী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করা যাবে এই ঠিকানায়: www.missworldbangladesh.com

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে দেশ-বিদেশের বিচারকরা বিচারকার্য পরিচালনা করবেন। প্রতিযোগিতার বিভিন্ন্ পর্ব ১ সেপ্টেম্বর থেকে টেলিভিশনে প্রচার করা হবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com