বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তান আমেরিকাকে বলেছে, এফ-১৬ জঙ্গিবিমান কেনার তহবিল যোগান নিয়ে মার্কিন সংকট নিরসন না হলে অন্য দেশ থেকে ভিন্ন বিমান কেনার কথা বিবেচনা করবে ইসলামাবাদ।
পাক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলের সঙ্গে পাক পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটি অর্থমন্ত্রী ইসহাক দার।
এফ-১৬ বিমান কেনার তহবিল-জটিলতা সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার আগেই গত সপ্তাহে এ বৈঠক হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, পাক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমিন এবং পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী তারিক ফাতেমিও বৈঠকে যোগ দেন।
আমেরিকা থেকে আটটি এফ-১৬ জঙ্গিবিমান কেনার জন্য পাকিস্তানের ২৭ কোটি ডলার ব্যয়ের কথা ছিল। বাকি অর্থের যোগান মার্কিন ফরেন মিলিটারি ফাইনান্সিং বা এফএমই থেকে যোগানোর কথা ছিল। কিন্তু মার্কিন কংগ্রেস তহবিল অবমুক্ত করতে রাজী না হওয়ায় এ বিমান কেনার পুরো ব্যয় পাকিস্তানকেই বহন করতে হবে।
অবশ্য পাকিস্তান এখনো এ বিমান কেনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে।
বাংলা৭১নিউজ/এসএস