বাংলা৭১নিউজ,ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। এদের একজন জমির মালিক এস এম এইচ আই ফারুক, অপরজন ভবনের বর্ধিতাংশ ১৮-২৩ তলার মালিক তাসভীর উল ইসলাম। গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গুলশান বারিধারা এলাকা থেকে জমির মালিক ফারুককে আটক করা হয়। এর আগে রাত পৌনে ১১টার দিকে বারিধারার নিজ বাসা থেকে আটক করা হয় তাসভির উল ইসলামকে।
পুলিশ জানায়, ভবনটির বর্ধিত অংশের মালিক তাসভীরুল ইসলামকে গ্রেপ্তারের পর আরএফ টাওয়ারের জমির মালিককেও গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান আরও বলেন, পারস্পরিক যোগসাজশে অবহেলা ও উদাসীনতার কারণে সংঘটিত অগ্নিসংযোগে প্রাণহানির অভিযোগে বনানী থানায় শনিবার মামলা দায়ের করা হয়।
বাংলা৭১নিউজ/এসড