সুদক্ষ মানবসম্পদ গড়ে উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে জেনারেল ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত প্রশিক্ষণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. কে. এম. আমজাদ হুসাইন, অনুষদ সদস্য আবুল কালাম মজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বাংলা৭১নিউজ/এমকে