বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে ৫ গ্রামের মানুষের সংঘর্ষ ৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ দায়িত্ব নিয়েই হামাসকে যে বার্তা দিলেন ইসরায়েলের সামরিকপ্রধান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সব পদ স্থগিত আধুনিক সেবার আওতায় আসছেন হজযাত্রীরা : ধর্ম উপদেষ্টা শহীদদের রক্তের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেপ্তার আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান শেষদিনে ইবতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর করে গেলেন ওয়াহিদউদ্দিন নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক দেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার ‘নির্বাচিত সরকারও হাসিনাসহ অপরাধীদের বিচার নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’ গুইমারা প্রেস ক্লাবের সভাপতির নামাজে জানাজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা

এপ্রিলে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন।

সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করা হচ্ছে,পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করবেন।

উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর পাকিস্তানের আর কোনো মন্ত্রী ঢাকা সফর করেনি।

এদিকে, ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র, সংস্কৃতি ও বাণিজ্য বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালি ও পর্যালোচনা করতে ঢাকায় সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উভয়পক্ষ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের সভার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যেটি ২০১০ সালের পর আর হযনি। এছাড়া, যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক ২০০৫ সালে অনুষ্ঠিত হয়, এরপর আর ওই বৈঠক হয়নি। তারা বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। তারা পর্যটন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ভ্রমণ সহজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব। তারা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে স্বীকৃতি দিয়ে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, সংস্কৃতি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সংস্কৃতি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব। যার মধ্যে- সংগীত, সিনেমা, নাটক, দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা করেছেন। উভয়ই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ছিলেন। পাকিস্তানের বর্তমান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ইমরান আহমেদ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে ঢাকায় ইসলামাবাদের হয়ে দূতিয়ালি করছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com