বাংলা৭১নিউজ,ঢাকা: এশিয়া প্যাসিফিক বাণিজ্য চুক্তি বা এপিটিএ এর দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
চলতি বছরে মন্ত্রিসভার শেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকক এগ্রিমেন্ট নামে পরিচিত এই চুক্তির সংশোধনীতে বিদ্যমান ৬টি সদস্য দেশের সঙ্গে মঙ্গোলিয়াকে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়।
বাংলাদেশ থেকে ৬০২টি পণ্যের শুল্কছাড়ের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য দেশগুলোর অভিমত শেষে আগামী বছরের ১৩ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত মন্ত্রি পর্যায়ের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা খুলে দেয়ার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বলে ব্রিফিং-এ উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
বাংলা৭১নিউজ/এসএইস