বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আব্দুল শেখের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দিপূর্ব চরে এঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালকান্দি চর থেকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচন্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটানস্থলেই নিহত হয়। এসময় তার সাথে থাকা আরো ৬ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জেলহাজ আলী জানান, নিহত শাহজাহান আলীর মরদেহ স্থানীয় কবরস্থানে মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/জেএস