রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে। গ্রেপ্তার সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) ওই মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি।
তিনি আরও জানান, আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় উক্ত সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার ওপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়। অতঃপর তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইচ