রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়।
সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা ও পূর্বপরিকল্পিতভাবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র নামে একটি সংগঠনের ব্যানারে মৌলবাদী গোষ্ঠী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা দিয়ে দুই পক্ষের কর্মসূচি চলাকালে হাতাহাতি এবং পরে হামলার ঘটনা ঘটে। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ বলছে, তাদের ওপর হামলা করেছে স্টুডেন্ট ফল সভারেন্টি নামের একটি সংগঠন।
হামলায় অনেকে আহত হন। যদিও স্টুডেন্টস ফর সভারেন্টি অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মিছিল করে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’। সেখানে মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হন।
বাংলা৭১নিউজ/এবি