জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে হাফিজুর রহমান হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা এবং পরবর্তীতে চাকরি ফেরতে আদালতের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পরিপালন না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানা যায়, মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক দুই এনবিআর চেয়ারম্যান বাদীকে অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করেছেন এবং পরে তাকে চাকরিতে পুনর্বহালে আদালতের আদেশ যথাযথভাবে পালন করেননি।
এছাড়া মামলায় এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তারা হলেন—সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়া।
গত নভেম্বরে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত ৩ ফেব্রুয়ারি তা মামলা হিসেবে গ্রহণ করেন এবং ৩ মার্চ প্রথম শুনানির দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনার থাকা অবস্থায় ২০১৬ সালের ২৮ নভেম্বর হাফিজুর রহমানকে বেআইনি পন্থায় চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এর বিরুদ্ধে হাফিজুর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে নিজের পক্ষে রায় পাওয়ার পর চাকরি ফেরতের আবেদন করেন।
কিন্তু হাফিজুরের অবসরের সময় পর্যন্ত কালক্ষেপণ করে ২০২৩ সালের ৩০ নভেম্বর ভূতাপেক্ষভাবে পুনর্বহাল করা হয়, কিন্তু প্রাপ্য পদোন্নতি দেওয়া হয়নি।
হাজিফুরের আইনজীবী মো. আব্বাস উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি আদালত এটিকে মামলা হিসেবে গ্রহণ করেছেন। আগামী ৩ তারিখে হাজির হওয়ার জন্য আসামীদের সমন জারি করা হয়েছে।’
মামলার এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে মোবাইলফোনে কল করা হলেও রিসিভ হয়নি।
নজিবুর রহমান বর্তমানে কারাগারে আছেন। গত অক্টোবরে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়; পরে ঢাকার একটি আদালত তার রিমান্ডে মঞ্জুর করে।
বাংলা৭১নিউজ/একে