বুধবার, ০১ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

এদেশে দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে কোন দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই এদেশে হবে না। যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করছে মাদক। আমরা এটা কখনও হতে দেব না। আপনারা যারা দেশে মাদক ব্যবসা করছেন তারা যদি ভাল না হন। খুব শীগ্রই আপনাদের কি পরিনতি হয় তা দেখতে পারবেন।

রবিবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে সুন্দরবনের ৩টি দস্যুবাহিনীর আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দস্যুদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা আত্মসমর্পন করেছেন তাদেরকে আমরা সব ধরণের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলা আছে জেলা প্রশাসকগণ সেব মামলা সহজে মীমাংসার ব্যবস্থা করবেন। তবে হত্যা ও ধর্ষনের মত অপরাধের জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।

আত্মসমর্পন অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল,  র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, ছোট সুমন ও মেহেদী হাসান ওরফে ডন এ তিন বাহিনীর ২৭জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।এসময় বনদস্যুরা সরাষ্ট্রমন্ত্রীর হোতে তাদের ব্যবহৃত ১৩টি একনলা বন্ধুক, ৩টি বিদেশী দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশী রাইফলে, ৭টি পাইপগান, ১টি বিদেশী ওয়ানশূটারগানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেয়।

আত্মসমর্পণকারীরা হলেন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), সদস্য মোঃ কবির সুলতান (৫৫), মোঃ মনিরুল শেখ (৩৩), মোঃ শহিদুল শেখ (৩২), মোঃ আব্দুস সালাম (৪৩), শেখ আল মামুন সোহেল রানা (২৯), মোঃ সেলিম মোল্লা (২৮), মোঃ ইদ্রিস ডালি (২৮), মোঃ মিঠু সরদার (৪০)।

ছোট সুমন বাহিনীর বাহিনী প্রধান মোঃ সুমন হাওলাদার (২৪), সদস্য মোঃ লুৎফর শেখ (৪০), মোঃ ভ’ট্টো বয়াতি (২৮), মোঃ আঃ সামাদ মোল্লা (২৬), মোঃ রিয়াজ শেখ (২৮), মোঃ ইয়াছিন শেখ (২৯), মোঃ তরিকুল হাওলাদার (২৩), মোঃ সিদ্দিক হাওলাদার (৩৯)।

মেহেদী হাসান ওরফে ডন বাহিনীর বাহিনী প্রধান মোঃ মেহেদী হাসান ডন (৩২), সদস্য জয়দেব মন্ডল (৩৫), মোঃ খলিলুর রহমান (৪৫), মোঃ সাইফুল্লাহ (২৯), মোঃ আবুল হোসেন ইসলাম (২৭), মোঃ আজিজুর ইসলাম (২৭), জয়ন্ত বিশ্বাস (৩০), মোঃ শাহজাহান (৪২), মোঃ আব্দুর রহমান শেখ (২৮), মোঃ মাহমুদুল হাসান (২৬)। এদের সবাইকে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন প্রদান করে র‌্যাব।

এনিয়ে গেল দুই বছরে ১২টি ধাপে ২০টি দস্যু বাহিনীর ২১৭ জন দস্যু সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com