ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা সমাবেশে কার্যত তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাজধানীর নয়াপল্টনে এক দফা দাবিতে ডাকা বিএনপির মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করছেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা শহরে একটা আনন্দের, উচ্ছ্বাসের জোয়ার বইছে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে লোকের সমাগম ঘটেছে। তারা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে।’
তিনি বলেন, ‘কেউ কেউ ফুটপাতে থেকেছে, কেউ আত্মীয় বাড়িতে থেকেছে। যাদের আত্মীয় বাড়ি নাই তারা হোটেলে উঠেছে। এই নিরাপরাধ মানুষকে কাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে।
‘এক হাজার মানুষকে গ্রেপ্তার করে কী লাভ হলো। এটা সরকারে ভীতি, জনগণকে ভীতি। একটা সমুদ্র থেকে আপনারা এক কাপ পানি উঠিয়ে নিলেন, তাতে কী দাঁড়ালো?’
বিএনপির এই নেতা বলেন, ‘পাখিরও থাকার জায়গা রয়েছে, একটা পোকামাকড়ের থাকার জায়গা রয়েছে। আমার এতগুলো ভাই, বিভিন্ন জেলা থেকে এসেছে। তারা থাকবে কোথায়?’
মির্জা আব্বাস বলেন, ‘আজকে জনগণের মহাসমাবেশকে আটকে রাখতে পারেননি তারা। প্রয়োজনে আরও সমাবেশ হবে। আটকে রাখতে পারবেন না।’
বাংলা৭১নিউজ/এসএইচবি